As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1161

বিবিধ

প্রকাশকাল: 4 Apr 2009

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,ভাইয়া,রাস্তায় মাইকে মসজিদের জন্য টাকা চাওয়া বা বাসে লোকদের কাছে গিয়ে মসজিদের জন্য টাকা চাওয়ায় কতটুক শরীয়ত সম্মত? একটু ভাল করে দলীল দিয়ে বুঝিয়ে দিলে অন্যদের ও বেপার টা বোঝাতে পারতাম!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদ তৈরীতে অংশগ্রহন মহান কাজ। কোন এলাকায় মসজিদ না থাকলে সেখানে মসজিদ নির্মানের জন্য পদক্ষেপ নিতে হবে। তবে যে এলাকার মসজিদ স্বাভাবিক ভাবে সে এলাকার মানুষরাই মসজিদ নির্মানের ব্যায় বহন করবেন। তবে বাইরের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সহযোগিতা করলে তাতে কোন সমস্যা নেই। কিন্তু রাস্তায়, বাসে মসজিদের নামে টাকা সংগ্রহ করা এগুলো ইসলাম ধর্মকে অবমাননা করার শামিল। এতে স্পষ্টতই মনে হয় ইসলাম ধর্ম এমন ভিক্ষার মুখাপেক্ষী। আর অন্য ধর্মের লোকেরা এতে করে ইসলামকে হেয় করার সুযোগ পায়। এভাবে চাদা তুলে মসজিদ নির্মান করার আদেশ ইসলাম কাউকে করে নি। সুতরাং এই ঘৃন্য কাজ থেকে আমাদের বিরত থাকা একান্ত আবশ্যক। ভিক্ষা করে মসজিদ নির্মান করে সেখানে নামায আদায় করা ইসলামের কাঙ্খিত বিষয় নয়।