আস সালামু আলায় কুম শায়েখ।আগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। জাঝাকাল্লাহ খাইরান। আমি ওয়েব ডেভেলপার ওয়েব সাইট তৈরির কাজ করি । আমার প্রশ্ন হল ১. ওয়েব সাইট তৈরি করতে বিভিন্ন ছবি বেবহার করতে হয়? যেখানে মেয়ে, ছেলে, বিভিন্ন পশু পাখি বা আরও অনেক জিনিস এর ছবি থাকে । এখন মেয়েদের ছবি বেবহার করা যাবে না সেটা জানি কিন্তু ছেলে বা পশু পাখি এর ছবি বেবহার এর ক্ষেত্রে শরীয়তের বিধি বিধান কি? ২. আমাকে যদি কোন ক্লাইন্ট হায়ার করে সব ছবি সে দেয়। আমার কাজ শুধু সাইট টা তৈরি করে দেওয়া তাহলে কাজ টা কি আমার জন্য হালাল হবে?
৩. নিউজ সাইট গুলার জন্য কি বিধান । কারন সেখানে তো প্রায় সব খবর এর সাথে ছবি দিতেই হয় । ছেলে, মেয়ে পশু পাখি এর ছবি বেবহার করা হয়?