As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1156

হালাল হারাম

প্রকাশকাল: 30 Mar 2009

প্রশ্ন

আস সালামু আলায় কুম শায়েখ।আগের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। জাঝাকাল্লাহ খাইরান। আমি ওয়েব ডেভেলপার ওয়েব সাইট তৈরির কাজ করি । আমার প্রশ্ন হল ১. ওয়েব সাইট তৈরি করতে বিভিন্ন ছবি বেবহার করতে হয়? যেখানে মেয়ে, ছেলে, বিভিন্ন পশু পাখি বা আরও অনেক জিনিস এর ছবি থাকে । এখন মেয়েদের ছবি বেবহার করা যাবে না সেটা জানি কিন্তু ছেলে বা পশু পাখি এর ছবি বেবহার এর ক্ষেত্রে শরীয়তের বিধি বিধান কি? ২. আমাকে যদি কোন ক্লাইন্ট হায়ার করে সব ছবি সে দেয়। আমার কাজ শুধু সাইট টা তৈরি করে দেওয়া তাহলে কাজ টা কি আমার জন্য হালাল হবে?
৩. নিউজ সাইট গুলার জন্য কি বিধান । কারন সেখানে তো প্রায় সব খবর এর সাথে ছবি দিতেই হয় । ছেলে, মেয়ে পশু পাখি এর ছবি বেবহার করা হয়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। এগুলো আধুনিক বিষয়। এসব বিষয়ে মতামতরে ভিন্নতা থাকতে পারে। আমরা যেটা মনে করি সেটা হলো: ১। মানুষ বা পশু-পাখির ছবি ছাড়াও সুন্দর ডিজাইনে ওয়েবসাইড তৈরী করা যায়, প্রানী ব্যতীত গাছ-পালা এবং অন্যান্য দৃশ্যের মাধ্যমেই ওয়েবাসাইড তৈরী করা উচিত। হয়তো অনেকেই জায়েজ বলবেন তবে এগুলো বর্জন করায়ে শ্রেয়। ২। বিষয়তো একই দাড়ালো, কাজতো সেই ছবি কেন্দ্রিকই করছেন। এমনটি না করার মধ্যেই সতর্কতা। ৩। নিউজ সাইটগুলোতে নিউজের জন্য কিছু ছবির প্রয়োজন হয়, যে ছবিগুলো নিউজেরই অংশ, প্রয়োজনের কারণে এগুলোতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে এর বাইরে অতিরিক্ত ছবি বর্জন করা উচিত। একজন মূমিনের উচিৎ সন্দেহের বিষয়গুলো থেকেও দূরে থাক। আপনারা দুআ করবেন যেন আমরা এই কাজ অব্যাহত রাখতে পারি।