Assalamu Alaikum Vai. Amar proshno hocce,
1. রাসুল (সাঃ) এর উপর কিভাবে সালাম ও দুরুদ একত্রে পড়বো? স্যার এর রাহে বেলায়াত বইটিতে স্যার পর্যায়ক্রমে অনেক দুয়াই উল্লেখ করেছেন কিন্তু উনি কোনটা পড়তে বলতেছেন এইটা বুঝতেছি না। দয়া করে এইখানে সালাম ও দুরুদ একত্রে দেওয়া যাবে এইরকম একটা সহজ দুয়া দেন? আর দুরুদে ইব্রাহিম কি সাধারনভাবে হাত তুলে দুয়া করার শুরুতে পড়া যাবে?
2. আমি, আমার বাবা-মা, ভাই ও ভাবিদের নিয়ে যৌথ পরিবারে একত্রে বসবাস করি। বাসার ভিতর চলাফেরার রাস্তা একটাই, রান্না-বান্নাও এক-ই রান্নাঘরে করা হয়। এমতাবস্থায় পর্দা টা কিভাবে পালন করবে সবাই? আমার ভাবীরা বাইরে কোথাও বেরাতে গেলে বোরখা পড়ে কিন্তু বাসায় আমাদের সামনে সাধারনভাবেই চলাফেরা করে বিধায় একে অপরকে দেখা যায়। এইক্ষেত্রে পরিবারের প্রধান বাবা-মার কি করা উচিত ও আমাদের পুরষদের কি করা উচিত? এইরকম পরিবারে নিজ স্ত্রী কে নিয়ে বসবাস, চলাফেরা ও খাওয়া-দাওয়া কিভাবে করা যায়?
Assalamu Alaikum Vai. Jazakallah