As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1145

বিবিধ

প্রকাশকাল: 19 Mar 2009

প্রশ্ন

Assalamu Alaikum Vai. Amar proshno hocce,
1. রাসুল (সাঃ) এর উপর কিভাবে সালাম ও দুরুদ একত্রে পড়বো? স্যার এর রাহে বেলায়াত বইটিতে স্যার পর্যায়ক্রমে অনেক দুয়াই উল্লেখ করেছেন কিন্তু উনি কোনটা পড়তে বলতেছেন এইটা বুঝতেছি না। দয়া করে এইখানে সালাম ও দুরুদ একত্রে দেওয়া যাবে এইরকম একটা সহজ দুয়া দেন? আর দুরুদে ইব্রাহিম কি সাধারনভাবে হাত তুলে দুয়া করার শুরুতে পড়া যাবে?
2. আমি, আমার বাবা-মা, ভাই ও ভাবিদের নিয়ে যৌথ পরিবারে একত্রে বসবাস করি। বাসার ভিতর চলাফেরার রাস্তা একটাই, রান্না-বান্নাও এক-ই রান্নাঘরে করা হয়। এমতাবস্থায় পর্দা টা কিভাবে পালন করবে সবাই? আমার ভাবীরা বাইরে কোথাও বেরাতে গেলে বোরখা পড়ে কিন্তু বাসায় আমাদের সামনে সাধারনভাবেই চলাফেরা করে বিধায় একে অপরকে দেখা যায়। এইক্ষেত্রে পরিবারের প্রধান বাবা-মার কি করা উচিত ও আমাদের পুরষদের কি করা উচিত? এইরকম পরিবারে নিজ স্ত্রী কে নিয়ে বসবাস, চলাফেরা ও খাওয়া-দাওয়া কিভাবে করা যায়?
Assalamu Alaikum Vai. Jazakallah

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, রাহে বেলায়াত বইয়ের ১৯২ পষ্ঠায় (নতুন সংস্করণ) সালাত ও সালাম একত্র করে দেয়ার জন্য দুটি মাসনূন বাক্য উল্লেখ করেছেন। তার একটি হলো صلى الله على رسوله وسلم. সহীহ মুসলিম হাদীস নং ১২৩৭। আপনার কাছে যেহেতু রাহে বেলায়াত আছে তাই সেখান থেকে উচ্চারণ ও অর্থ দেখে নিবেন। পর্দা ফরজ। পর্দা অবশ্যই পালন করতে হবে। আপনাদের বাড়ির অবস্থান কিরূপ আমরা তো জানি না। স্থানীয় কোন বিজ্ঞ আলেমকে নিয়ে গেলে হয়তো একটা পরিকল্পনা দিবেন যা অনুস্বরণ করে বাড়ীতে সামান্য সংস্কার করে পুরুষদের রাস্তা আলাদা এবং মহিলাদের রাস্তা আলাদা কনে নিবেন। রান্নাঘরটি এমন আড়াল করে দিবেন যেন সেখা কে আছে দেখা না যায়। পরিবারের সবার যদি ইচ্ছা থাকে তাহলে পর্দা রক্ষা করে চলা কোন কঠিন ব্যাপার নয়। আমরা আল্লাহর কাছে দুআ করি তিনি যেন আপনাদের সমস্যার সমাধান করে দেন।