আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্নগুলো হল,
১. আমি একটা কম্পিউটারের দোকানে কাজ করি। এইখানে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আবেদন করতে হয়। পাশাপাশি পাসপোর্ট ছবি থেকে ছবি বের করে দেই। কোন ফ্যাশন ওয়ালা ছবির কাজ করি না। এখন প্রশ্ন হচ্ছে, এইরকম ছবির কাজ করা যাবে কি এবং ব্যাংক প্রতিষ্ঠানে আবেদন করবো কি? – কেননা বেশিরভাগ ব্যাংক-ই সুদভিত্তিক?
২. আমি বিকেলে আমার স্টুডেন্ট কে পড়াই। কিন্তু তার পরিবার ও আমার কাজের জন্য পড়ার সময়টা পরিবর্তন করতে পাচ্ছি না। প্রায় ৪ টা থেকে পড়ানো শুরু করলে দেখা যায় আসরের সালাত মিস যায়। তাই ৩.১৫ তে আহলে হাদিস মসজিদে সালাত পড়ে তার পর পড়াতে যাই। কিন্তু সালাতের সময় নির্ধারণী ক্যালেন্ডারে দেখি, হানাফি ক্যালেন্ডারে ৩.৫০ এর পড়ে আসরের ওয়াক্ত হয় এবং সালাত শুরু হয় ৪.১৫ তে। আর আহলে হাদিস ক্যালেন্ডারে দেখি ৩ টার পড়েই ওয়াক্ত হয়ে যায় এবং সালাত শুরু হয় ৩.১৫ তে। এখন এর সমাধান স্যার কি দিয়েছেন ভাই? জাযাকুমুল্লাহু খাইরান।