As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1142

হাদীস

প্রকাশকাল: 16 Mar 2009

প্রশ্ন

হাদীসে আসে পতি সুম ওবৃহশ পতি বারে আল্লাহ্ মানুসদের মাপ করে দেন। তবে যার আততীয়ের সাথে ঝগড়া আছে তাকে মাপ করেন না হুলডে রেখে দেন। তাহলে হজ কে্রে কি মাপ নেয়া জাবে। বা হজ কোন কাজে আসবে।

উত্তর

বান্দার হকের সাথে সম্পৃক্ত পাপগুলো বান্দার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া মাফ হওয়া কঠিন। আত্নীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা বড় গুনাহ। এটা বান্দান হকের সাথেও সম্পৃক্ত। এক্ষেত্রে করণীয় হলো ঝগড়া-ঝামেলা মিটিয়ে ফেলা। বান্দর হক ছাড়া অন্যান্য ছোট-বড় গুনাহ বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে ক্ষমা করে থাকেন। তবে প্রতিটি সৎ আমলের প্রতিফল আল্লাহ দিবেন। একটি পাপের কারণে অন্য আমলের সওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করবেন না। আত্নীয়দের সাথে ঝগড়া থাকলে সালাত-সাওম-হজ্জ্ব কোন কাজে আসবে না এমন নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।