পিতা যদি ছেলেদের সম্পত্তি না দেয় তাহলে ছেলেদের কিছুই করণীয় নেই তবে পিতা এই কারণে বিরাট গুনাগগার হবে। পিতা যাকে অন্যায়ভাবে সম্পদ দিয়েছে সে যদি সেই সম্পদ তার ওয়ারিসদের মাঝে যথানিয়মে বন্টন করে দেন আর ওয়ারিসরাগণ তথা ছেলে-মেয়েরা তাদের পিতাকে মাফ করে দেন তবে আল্লাহ চাইলে মাফ করতেও পারেন।