ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ইতিহাস থেকে জানা যায়, সিংহলের শাসক কর্তৃক হাজ্জাজের কাছে প্রেরিত উপঢৌকন জলদস্যুরা লুট করে মুসলিম বিধবা নারী ও শিশুবাহী আরব জাহাজ দেবল বন্দরে আটকে রাখে। এই খবর পেয়ে হাজ্জাজ বিন ইউসুফ আক্রান্ত জাহাজ, শিশু ও নরনারীদের মুক্তির জন্য সিন্ধুর রাজা দাহিরের কাছে চিঠি লিখেন। কিন্তু দাহির তাতে কোনো কর্ণপাত করেননি। এতে হাজ্জাজ ক্ষুব্ধ হয়ে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে দাহিরের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করেন। এভাবেই সিন্ধুর শেষ হিন্দু রাজা দাহিরের পতনের মধ্য দিয়ে মুহাম্মদ বিন কাসিম সেখানে ইসলামের ঝাণ্ডা তুলে ধরেন। এটা হলো দাহিরের রাজ্যে বা দাহিরের উপর আক্রমনের সংক্ষিপ্ত ইতিহাস। আপনি যেটা বলেছেন, রাসূলুল্লাহ সা. কিছু মানুষকে সিন্ধুতে হিজরত করার অনুমতি দিলে তারা সেখানে গেলে দাহির তাদের আশ্রয় দেয়। আর পরবর্তীতে মুসলিম খলীফা এই কারণে তাকে শাস্থি দেয়। এটা সম্পূর্ণ যুক্তিবহির্ভূত এবং ইতিহাসের বিপরীত কথা। মুসলিম খলীফা মুসলিমদের আশ্রয় দেওয়ার কারণে কাওকে শাস্থি দিবে, এটা মানা যায় না। আর দাহিরের মত একজন অত্যাচারী লোক মুসলিমদের সাহায্য করবে, এটাও হতে পারে না। সুতরাং আপনি যে ঘটনা উল্লেখ করেছেন তা কোন বিচারেই সঠিক হতে পারে না।