As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1128

যিকির দুআ আমল

প্রকাশকাল: 2 Mar 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, মা/বাবার কবর এর পাশে সন্তান ৪১ দিন সূরা ইয়াসিন তেলোয়াত করলে কবরের আজাব মাফ হয় এটা কি সত্য? যদি সত্য হয় তাহলে কবর এর পাশেই কি পড়তে হবে নাকি ঘরে বসে পড়লেও হবে? আর মেয়েরা যদি এই আমল করতে চায় কিভাবে করবে,৪১ দিন একটানা করা তো মেয়েদের পক্ষে সম্ভব না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৪১বার সূরা ফাতিহা পড়লে মা-বাবা কবরের আযাব মাফ হয় বলে কোন সহীহ কিংবা যয়ীফ হাদীস বর্ণিত হয় নি। এটা একটি জাল-বানোয়াট কথা। তবে কুরআন পাঠসহ আপনার অন্যান্য যে কোন নেক আমলের সওয়াবের একটি অংশ পিতা-মাতা পাবে বলে সহীহ হাদীসে উল্লেখ আছে।