As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1127

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Mar 2009

প্রশ্ন

আস-সালামু আ লাইকুম ক্ষমা করবেন আমি একসাথে ৩ টা প্রশ্ন করছি
১. স্বামী কে দ্বীন এর পথে আনার জন্যে বিশেষ কোনো আমল এবং দুআ আছে কি? দয়া করে জানালে উপকৃত হবো ইন-শাহ -আল্লাহ। ২. স্বামীর ভাই/বোন এর ছেলের সামনে কেমন পর্দা করা উচিত?
৩. স্বামীর নাম ধরে ডাকার ব্যাপারে ইসলাম কি বলে? আমি কোথায় যেন পড়েছিলাম নাম ধরে ডাকা বেয়াদবি এটা কি সত্য? আমি এটাই মেনে চলি কিন্তু অনেকে বলে এমন কিছু বলা নেই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বামীকে দ্বীনের পথে আনার বিশেষ কোন আমল আছে বলে আমার জানা নেই। তবে আপনি আপনার দু:খ কষ্টের কথা আল্লাহকে বলে মন থেকে দুআ করতে থাকুন। আমরা দুআ করি আল্লাহ আপনার এই সমস্যা দূর করেন। ২। তাদের সামনে শরয়ী পর্দা করতে হবে। মাহরাম ছাড়া সকলের পর্দার একই হুকুম। ৩। স্বামীর নাম ধরে ডাকা ইসলামী বিধান অনুযায়ী সমস্যা নয়। তবে সমাজ যদি এটাকে খারাপ মনে করে তাহলে বিরত থাকাই উচিৎ।