As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1122

হালাল হারাম

প্রকাশকাল: 24 Feb 2009

প্রশ্ন

একজন বললো সুদের টাকাই টয়লেট বানানো যাই কথাটা কি ঠিক?

উত্তর

তিনি আসলে কী বলেছেন তা বিস্তারিত জানালে ভাল হতো। একটু ভাবুন, আপনার বাড়িতে টয়লেট নেই। আপনার ব্যাংকে অনেক টাকা আছে, সেই টাকার সুদ থেকে আপনি টয়লেট বানাবেন এটা কি জায়জ হবে? মোটেও না। আদৌ জায়েজ হবে না। তবে অনেকে বলেন, কোন জনকল্যানমূলক প্রতিষ্ঠানে টয়লেট সুদের টাকা দিয়ে বানানো যেতে পারে।