As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1121

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 Feb 2009

প্রশ্ন

আস সালামু আলাকুম। সরকারী বা বেসরকারী অফিসে প্রভিডেন্ট ফান্ড দেয়া হয় এটা যায়েজ কী? দয়া করে আল কোরআন বা হাদীসের আলোকে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। একটি প্রশ্নের উত্তরে স্যার রহ. বলেছেন, প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট অধিকাংশ আলেমের মতে সুদ নয়, হালাল। তবে কোন কোন আলেম হারাম বলেছেন। তবে হারাম নয় বলেই মনে হয় 0224 নং প্রশ্নের উত্তরে।