As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1119

হালাল হারাম

প্রকাশকাল: 21 Feb 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একটা দোকানে চাকরি করি কিন্তু দোকান মালিক সুদের টাকায় দোকান পরিচালনা করে। কিছু কিনতে হলে সুদের টাকা দিয়ে কিনে।দোকানের বিবরন: ফটো স্টুডিও, কসমেটিকস, কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমি ট্রেনিং সেন্টারে কাজ করি। এমতাবস্থায় আমার উপার্জন কি হারাম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যেহেতু ট্রেনিং সেন্টারে কাজ করেন আর আপনার কাজটি হালাল তাই ঐ দোকানে আপনার চাকুরী করা জায়েজ হবে। তবে আপনি একটি পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে চাকুরী খুঁজতে থাকুন। খোঁজ পেলে সেখানে চলে যাবেন। আল্লহ আপনার আয়-রোজগারে বরকত দান করুন।