As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1115

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 Feb 2009

প্রশ্ন

ভরণ পোষণ এর সামর্থ্য না থাকলে ইসলামিক উপায় কি পরিবার পরিকল্পনা করা যাবে?ভরণ পোষণ এর সামর্থ্য না থাকলে ইসলামিক উপায় কি পরিবার পরিকল্পনা করা যাবে?

উত্তর

ভরন-পোষন করতে পারবে না এই ভয়ে কারো জন্য পরিবার পরিকল্পনা তথা জন্ম নিয়ন্ত্রন জায়েজ নেই। আল্লাহ কুরআনে বলেছেন,وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের ভয়ে হত্যা করো না, আমি তাদের এবং তোমাদের রিযিক দান করি। নিশ্চয় তাদের হত্যা করাটা হবে বড় গোনাহ। সূরা বনী-ইসরাইল, আয়ত,৩১। সূরা আনয়ামের ১৫১ নং আয়াতেও আল্লাহ তায়ালা এমনটি বলেছেন।