As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1108

হালাল হারাম

প্রকাশকাল: 10 Feb 2009

প্রশ্ন

আমরা অফিস কলিগ ৯-১০ মিলে একটা সমিতির মত করে মাসে মাসে কিছু টাকা জমা করে কিছু বছর পর জমি কিনার ইচ্ছা আছে। টাকা গুলো ব্যাংক এ হয়ত fixed deposit করে রাখা হবে। যেহেতু fixed deposit করে রাখবে, তাই এখানে সুদের বিষয় টা জড়িত। তাই আপনার কাছে প্রশ্ন হল এই রকম সমিতিতে আমি একজন শেয়ার পাটনার হিসেবে থাকা টা উচিত হবে কিনা?

উত্তর

যদি সুদ থেকে প্রাপ্ত টাকা ব্যাংক থেকে গ্রহণ করে নিজেদের জমি কেনার বা অন্য কোন কাজে লাগান তাহলে সেটা জায়েজ হবে না, হারাম হবে। আর যদি সুদের টাকা কোন গরীব-মিসকিনকে দিয়েদেন আর বাকী টাকা দিয়ে জমি কেনেন তাহলে জায়েজ হবে। অর্থাৎ যদি উক্ত টাকা গরীব-মিসকিনদের দিয়ে দেয়ার সিদ্ধান্ত হয় তাহলে আপনি এই সমিতিতে থাকতে পারবেন অন্যথায় এই সমিতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি অন্যদেরকে সুদের কুফল সম্পর্কে জানালে আশা করি তারা জমি কেনার ক্ষেত্রে সুদের টাকা পরিত্যাগ করবে।