As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1107

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Feb 2009

প্রশ্ন

আসসালামূআলাইকুম? ভাই আমার ১ তারিখ হতে পরিক্ষা শুরু হবে আর পরিক্ষা ১টা থেকে হবে ৫ পযন্ত হবে, এর মাঝে আমার যুহর ও আছরের স্বলাত পরতে মিস হয়ে যাবে। এখন কি আমি ফজরের স্বলাত আদায় করে তারপর যুহর ও আছর স্বলাত আদায় করতে পারব ঐ সময়ই? তা না হলে কিভাবে কখন ঐ দুই ওয়াক্ত স্বলাত আদায় করব? হাদিসের রেফারেন্স সহকারে বলবেন ভাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এখন দুপুর বারোটার আগেই যুহরের সালাতের ওয়াক্ত এসে যায়। সুতরাং আপনি যুহরের সালাত আদায় করার পর পরীক্ষা দিতে পরীক্ষার হলে প্রবেশ করবেন। আর আসরের সময় থাকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, তাই পরীক্ষা শেষ করে আপনি আসরের সালাত আদায় করবেন। দলীল জানতে নিচের হাদীস দুটি লক্ষ করুন: عن جابر بن عبد الله : أن جبريل أتى النبي صلى الله عليه و سلم يعلمه مواقيت الصلاة فتقدم جبريل ورسول الله صلى الله عليه و سلم خلفه والناس خلف رسول الله صلى الله عليه و سلم فصلى الظهر حين زالت الشمس অর্থ: হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত যে, একদা জিব্রিল আ. এসে নবী সা.কে সালাতের সময় শিক্ষা দিলেন। জিব্রিল আ. সবার সামনে দাঁড়ালেন, রাসূলুল্লাহ সা. তার পিছনে দাড়ালেন এবং মানুষেরা রাসূলুল্লাহ সা. এর পিছনে দাঁড়ালেন। তিনি যুহরের সালাত আদায় করলেন সূর্য ঢলে যাওয়ার পরপর। সুনানু নাসায়ী, হাদীস নং ৫১৩, মুসনাদ আহমাদ, হাদীস নং ১৪৫৭৮। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الْعَصْرَ. অর্থ: আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন.. যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের এক রাকআত পাবে সে আসরের সালাত পেয়েছে বলে গণ্য হবে। সহীহ বুখারী হাদীস নং ৫৭৯; সহীহ ইবনে খুজায়মা, হাদীস নং ১৫৮৩। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।