As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1091

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 Jan 2009

প্রশ্ন

মৃতের নাম এ কুরআন খানি, মিলাদ, চারদিনে খাওয়ানো, আর চল্লিশা বা চৌঠা এগুলি পালন করা কি ইসলামে জায়েজ? কোরআন-হাদিসের আলোকে জানতে চাই?

উত্তর

এগুলো সবই জঘন্য বানোয়াট ও খেলাফে সুন্নাত কাজ। সাহবী, তাবেয়ী, তাবে তাবেয়ী ও পূর্ববর্তী মুসলিমগণ কখনো মৃত্যু দিবস কিংবা জন্মদিবসে কিংবা মৃত্যু উপলক্ষ কোন অনুষ্ঠান আয়োজ করেননি, খাবার বিতরণ করেননি। এমন অনুষ্ঠানের খাবার গ্রহণ করার এবং খাবার বিতরণ করার অর্থই হলো এই সুন্নাত বিরোধী কাজকে সহায়তা করা সুতরাং এমন খানা খাওয়া আমাদের বর্জন করতে হবে। বিস্তারিত জানতে পড়ুন, প্রফেসার ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত এহইয়াউস সুনান বইটি।