As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1090

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 23 Jan 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র। আমি জান্তে চাই যে তবলীগ জামাতের কিতাবাদিতে কোন শিরক বিদাত আছে কিনা? আর আমাদের কাছে কোরান ও সহিহ হাদিসের গ্রন্থ এবং রিয়াদুস সালিহিনের মত কিতাব থাকা সত্তেও সুধু তাদের আলেমদের লেখা বই পড়া তাদের জন্ন কততা সঠিক। যখন কিনা এগুলতে অনেক কিচ্ছা কাহিনি আছে। দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সহীহ গ্রন্থের তালিম দেয়ায় উচিৎ। এরচেয়ে বেশী কিছু বলার নেই।