As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1069

ঈমান

প্রকাশকাল: 2 Jan 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার আব্বুর কাছে এক গরীব হিন্দু পূজার জন্য নারিকেল চেয়েছিল। তো আমার আব্বু ঐ লোকটিকে নারিকেল দিয়েছিল। এতে কি আমার আব্বু গোনাহগার হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পূজার জন্য নারিকেল দিলে বড় ধরণের গুনাহ হবে। কারণ পূজাতে আল্লাহর সাথে শিরক করা হয় আর কোন কিছু দিলে শিরকে সহযোগিতা করা হয়। পূজার জন্য কোন ধরণের সহযোগিতা করা যাবে না। তবে খাওয়ার জন্য দিলে বা পূজা বাদে অন্য কোন কাজের জন্য দিলে গুনাহ হবে না বরং সওয়াব হবে।