As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1066

নামায

প্রকাশকাল: 30 Dec 2008

প্রশ্ন

আস সালামু আলাইকুম। ১. আমি পূর্বে ইমামের পিছনে জামাতে সালাত আদায় করার সময় সিররী / যেহেরী কোন নামাজেই সুরা ফাতেহা পরতাম না। কিন্তু স্যার এর একটা আলোচনা শুনার পর থেকে জোহর এবং আসর এর সালাতের প্রতি রাকাতেই সুরা ফাতেহা পাঠ করি। এবং মাগরিব ও এশার সালাতের পরের ১ এবং ২ রাকাতে ফাতেহা পাঠ করি। অধিকাংশ সময় আমি সুরা ফাতেহা পুরো-পুরি পাঠ করতে পারি না, তার আগেই ইমাম সাহেব রুকুতে চলে যান, যার দরুন ওই অবস্থায় আমি ও রুকুতে চলে যাই। বিশেষ করে পরের ২ রাকাতে এটা হয়ে থাকে। আপনাদের কাছে প্রশ্ন হল উক্ত কারনে আমার নামাজের কোন ক্ষতি হচ্ছে কি না?
২. আমার ২য় প্রশ্ন হল আমি যতটুকু জানি কোরআন পাঠ আউজুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। এখন প্রশ্ন হল, আমি জোহরের সালাতের ২য় রাকাতে এসে শরীক হলে সুরা ফাতেহা পাঠের আগে কি আউজুবিল্লাহ দিয়ে শুরু করব, নাকি বিস্মিল্লাহহির রাহমানির রাহিম বলে শুরু করলেই হবে?
আশা করি উত্তর গুলো জানাবেন। জাজাকাল্লাহু খইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি শুধু জোহর ও আসরে পড়বেন অন্য সময় পড়বেন না। আর একটা কথা বলি সমাজে প্রচলিত আমলটি যদি সুন্নাহসম্মত হয় তাহলে তা থেকে সরে না আসা উচিৎ, এতে অনেক জটিলতা সৃষ্টি হয়,যেমন আপনি পড়েছেন। স্যার বলেছেন, জোহর আসরে পড়তে আপনি অন্য সময়ও পড়া শুরু করেছেন। আপনি শেষ দুরাকাতে কিছু পড়বেন না। ২। এগুলো পড়া না পড়ার উপর নামায সহীহ হওয়া নির্ভর করে না। আপনি যে কোন একটা করতে পারেন।