As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1063

যিকির দুআ আমল

প্রকাশকাল: 27 Dec 2008

প্রশ্ন

ওযু করার শুরুতে পানি খাওয়ার সময় বিসমিল্লাহ না বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে । যে কোন একটি বললে কি সমস্যা আছে।

উত্তর

অর্থ না জানার কারণে এমন প্রশ্ন আমাদের মনে আসে। দেখুন, বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে আর পুরোটার অর্থ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে এবার বলুন দুইটার মধ্যে কি পার্থক্য। পুরো পড়লে আল্লাহ তায়ালার দুইটা গুন বলা হয়। সুতরাং আপনি যা ইচ্ছা পড়তে পারেন।