As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1060

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Dec 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম । আমার প্রিয় হুজুর তো আর দুনিয়াতে নেই তাই আপনি কে আমি জানি না তবে আশা করছি আপনিও আল্লাহর খাচ বান্দা । দয়া করে আমাকে কিছু আমল শিখায়া দিন । আমার প্রশ্ন:কিছুদিন যাবৎ শয়তান আমাকে একটি ওয়াচ ওয়াচা দিচ্ছে সেটা হলো আল্লাহ্কে গালি দিতে মনে চাচ্ছে কিন্তু আমি অন্তরে আল্লাহকে গালি দিচ্ছি না শুধু অন্তরে গালি ওয়াচ ওয়াচা দিচ্ছে,আমি সাথে সাথেই অনেক তাওবা পাঠ করছি তবুও শয়তানের ঐই ধোকা থেকে আমি রক্ষা পাচ্ছি না এখন আমাকে এমন আমল শিখিয়ে দিন যাতে ঐই ওয়াচ ওয়াচা থেকে বাঁচতে পারি!
ধন্যবাদ!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, এটা শয়তানে কাজ। আপনি أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ নিয়মিত বারবার পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি এই সমস্যা কাটিয়ে উঠেতে পারবেন। শয়তান ধোকা দিলে রাসূলুল্লাহ সা. উপরু্ক্ত দুআটি পড়তে বলেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৬১১৫।