আল্লাহ ইমানদারের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন ………যারা মারে ও মরে । তাবলিগ ওয়ালা রা প্রথম অংশটুকু বলে তাবলিগে বের হতে বলে । আসলে কি কথা টিক।
উত্তর
উক্ত আয়াতে জিহাদের কথা বলা হয়েছে। তাবলীগে বের হওয়া আর জিহাদ (পারিভাষিক জিহাদ অর্থাৎ যদ্ধ) কে মিলিয়ে ফেলা ঠিক নয।