As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1053

হাদীস

প্রকাশকাল: 17 Dec 2008

প্রশ্ন

নিচের হাদিসটি কি সহি? রেফারেন্স সহ বিস্তারিত জানতে চাই ।আযান ও ইকামতের মাঝে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

উত্তর

আপনার উল্লেখিত হাদীসটির আরবী পাঠ হলে: عن أنس بن مالك قال : قال رسول الله صلى الله عليه و سلم الدعاء لا يرد بين الأذان والإقامة। সুনানু তিরমিযী, হাদীস নং ২১২; মুসনাদ আহমাদ, হাদীস নং ১২৬০৬। হাদীসটিকে ইমাম তিরমিযী সহীহ বলেছেন। শায়খ শুয়াইব আরনাউত ও শায়খ আলবানীসহ অন্যান্য মুহাদ্দিসগণও সহী বলেছেন।