As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1048

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 Dec 2008

প্রশ্ন

ফরজ নামাজ ৪ রাকাত হলে ৪ রাকাতেই কি সুরা পড়বো?
৪ রাকাত সুন্নাত নামাজে ৪ রাকাতেই কি সুরা মিলাতে হবে?

উত্তর

ফরজ নামাযে প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। ্এবং অন্যন্য সকল নামাযে (ওয়াজিব, সুন্নাত, নফল) প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন।