As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1047

নামায

প্রকাশকাল: 11 Dec 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাযে কোন সুরার ১টি আয়াত ছুটে গেলে কি বড় ধরনের গোনা হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, নামাযে কোন সূরার ১টি আয়াত ছুটে গেলে কোন গোনাহ হবে না। বড় ছোট কোন গোনাহ হবে না ।