As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1046

আদব আখলাক

প্রকাশকাল: 10 Dec 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম! ১। মিউজিক বিহীন নিজে নিজে গান গাওয়া যায়েজ কি? ২। কেউ যদি ওযু করে গান গায় তাহলে ওযু ভেঙ্গে যাবে? ৩। গোসল করার পর তোয়ালে পরে ওযু করা যাবে কী? দয়া করে কুরআন বা হাদীসের আলোকে জানাবেন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গানের কথা ভাল হলে,কুরআন-হাদীস বিরোধী না হলে কোন সমস্যা নেই। ওযু করে গান গাইলে ওযু ভাঙে না। গোসল করার পর ওযু করতে রাসূলুল্লাহ সা. নিষেধ করেছেন। গোসলই পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। তবে কোন কারণে ওযু না থাকলে তোয়ালে পরে ওযু করা যাবে।