As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1029

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 Nov 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
১. বাচ্চা দের অনেকেই নগদ টাকা,অলংকার,জামা কাপড় উপহার দেয়। এই টাকা বাবা মা তাদের প্রয়োজনে/সংসার এর প্রয়োজনে/বাচ্চার জন্যে খরচ করতে পারবে কি?
২. উপহার পাওয়া জামাকাপড় অন্য কাউকে দান বা উপহার দিতে পারবে কি?
৩. উপহার পাওয়া অলংকার বাবা মা ব্যবহার করতে বা অন্য কাউকে উপহার দিতে পারবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাচ্চাদের উপহার দেয়া টাকা পয়সা বাব-মা নিজেদের সাংসারিক প্রয়োজনে খরচ করতে পারবে না তবে বাচ্চার জন্য খরচ করতে পারবে। তেমনি উপহার দেয়া জামা কা্পড় অলংকারের মালিকও বাচ্চা, বাবা-মা তাতে হস্তক্ষেপ করতে পারবে না।