আসসালামু আলাইকুম। নামাজ নিয়ে আমার ৩ টা প্রশ্ন: ১.স্যার এর একটা ভিডিও তে শুনলাম নামাজে মেয়েদের মুখ এবং হাত ছাড়া সারা শরীর ঢেকে রাখা ফরজ,তাহলে কি পায়ের পাতাও ঢেকে রাখা ফরজ? ২.আমি রুকু থেকে সেজদাহ তে যাবার সময় আল্লাহু আকবার বলে বসি তারপর আবার আল্লাহু আকবার বলে সেজদাহ করি। তেমনি ভাবে আল্লাহু আকবার বলে সেজদাহ থেকে বসি,আবার আল্লাহু আকবার বলে বসা থেকে উঠে দাঁড়াই। এই ২ বার করে বলা তে কি আমার নামাজ নষ্ট হয়ে যায়? ৩.বাসায় সাধারণত চুলটা একটু উঁচু করেই পাঞ্চ ক্লিপ দিয়ে বেঁধে রাখি,এভাবেই নামাজের বড় হিজাব পরে নামাজ পড়ি। এভাবে কি নামাজের কোনো ক্ষতি হয়? উটের কুঁজের মতো যে হিজাব এর কথা বলা হয় (কঠিন গুনাহ) এটা একটু বুঝিয়ে বলবেন দয়া করে। আসলে মেয়েদের চুল বাধার সুন্নাহ পদ্ধতি কি?