As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1028

নামায

প্রকাশকাল: 22 Nov 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম। নামাজ নিয়ে আমার ৩ টা প্রশ্ন: ১.স্যার এর একটা ভিডিও তে শুনলাম নামাজে মেয়েদের মুখ এবং হাত ছাড়া সারা শরীর ঢেকে রাখা ফরজ,তাহলে কি পায়ের পাতাও ঢেকে রাখা ফরজ? ২.আমি রুকু থেকে সেজদাহ তে যাবার সময় আল্লাহু আকবার বলে বসি তারপর আবার আল্লাহু আকবার বলে সেজদাহ করি। তেমনি ভাবে আল্লাহু আকবার বলে সেজদাহ থেকে বসি,আবার আল্লাহু আকবার বলে বসা থেকে উঠে দাঁড়াই। এই ২ বার করে বলা তে কি আমার নামাজ নষ্ট হয়ে যায়? ৩.বাসায় সাধারণত চুলটা একটু উঁচু করেই পাঞ্চ ক্লিপ দিয়ে বেঁধে রাখি,এভাবেই নামাজের বড় হিজাব পরে নামাজ পড়ি। এভাবে কি নামাজের কোনো ক্ষতি হয়? উটের কুঁজের মতো যে হিজাব এর কথা বলা হয় (কঠিন গুনাহ) এটা একটু বুঝিয়ে বলবেন দয়া করে। আসলে মেয়েদের চুল বাধার সুন্নাহ পদ্ধতি কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১. পা সতরের অংশ কিন তা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছ। একদল আলেম বলেন, সতরের অংশ। আরেক দল বলেন, অংশ নয়। হানাফী মাজহাবের আলেমগণের মতে অংশ নয়। সুতরাং পায়ের পাতা না ঢাকলেও নামায সহীহ হয়ে যাবে। তবে ঢেকে রাখা ভাল। বিস্তারিত জানতে দেখুন, আল-ইসলাম সুয়াল ও জওয়াব, ফতোয়া নং 193034(আরবী)। ২. আপনি একবারই আল্লাহু আকবার বলবেন, দুবার বলবেন না। আপনার নামায নষ্ট হযেছে তা আমি বলবো না তবে সু্ন্নাত হলো একবার বলা। আপনি দুবার বলা থেকে অবশ্যই বিরত থাকবেন। ৩. এভাবে চুল বেঁধে নামায সহীহ হবে। বাইরে বের হওয়ার সময় চুল উপরের দিকে উঠিয়ে বাধবেন না। চুল কিভাবে বাঁধবেন বিস্তারিত জানতে দেখুন, শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত পোশাক বইটি।