As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1027

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 Nov 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম!
১। শ্বশুর শ্বাশুড়ীকে সেবা করা কি বউয়ের উপর ফরয, নাকি নফল?
২। স্বামী কি তাকে স্বামীর মায়ের বাবা মায়ের সেবা করতে বাধ্য করতে পারবে?
৩। স্ত্রী যদি শ্বশুর শ্বাশুড়ীর সাথে না থেকে স্বামীর সাথে আলাদা বাড়ি বা বাসায় থাকতে পারবে? এক্ষেত্রে যদি থাকে তাহলে স্বামীর কি গুণাহ হবে?
৪। একজন স্ত্রীর হ্বক কি কি?
উত্তরগুলো জানা খুবই জরুরী। ইসলামের আলোকে জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, প্রথমেই আপনাকে বলি আইন আর কর্তব্যের মাঝে আপনাকে ভাগ করতে হবে। শান্তিতে বসবাস করতে হলে আপনাকে কর্তব্য পালন করতে হবে শুধু আইন মানলে শান্তি আসবে ন। আপনার স্ত্রী আইনত তার শ্বশুর-শ্বাশুড়ীর খেদমত করতে বাধ্য নন কিন্তু তার কর্তব্য হলো তাদের খেদমত করা। আপনার ভাষায় ফরজ নয় নফল। সুতরাং স্বামী বাধ্য করতে পারবে না তবে উৎসাহিত করবে, বিষয়টির গুরুত্ব স্ত্রীকে বুঝাবে। স্ত্রীর হক সমূহের অন্যতম একটি হলো স্ত্রী যদি পৃথম বাড়িতে থাকতে চাই তাহলে তার সেই দাবী স্বামীকে মানতে হবে। তবে এক্ষেত্রে পিতা-মাত যেন অসন্তুষ্ট না হয় সে দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ পিতা-মাতকে বিষয়টি ভালভাবে যে কোন উপায়ে বুঝাতে হবে। স্ত্রীর কয়েকটি হক হলো তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা স্বামীকে করতে হবে। তার সাথে যৌন-কার্যকালাপ করতে হবে ইত্যাদি।