আসসালামু আলাইকুম!
১। শ্বশুর শ্বাশুড়ীকে সেবা করা কি বউয়ের উপর ফরয, নাকি নফল?
২। স্বামী কি তাকে স্বামীর মায়ের বাবা মায়ের সেবা করতে বাধ্য করতে পারবে?
৩। স্ত্রী যদি শ্বশুর শ্বাশুড়ীর সাথে না থেকে স্বামীর সাথে আলাদা বাড়ি বা বাসায় থাকতে পারবে? এক্ষেত্রে যদি থাকে তাহলে স্বামীর কি গুণাহ হবে?
৪। একজন স্ত্রীর হ্বক কি কি?
উত্তরগুলো জানা খুবই জরুরী। ইসলামের আলোকে জানালে উপকৃত হবো।