As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1021

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Nov 2008

প্রশ্ন

দাস-প্রথা বা মানুষ কেনা বেচা ইসলাম সমর্থন করে কি? এ ব্যাপারে মাসআলা জানতে চাই। কোরআন ও সুন্নাহ এর আলোকে দাস-প্রথা সম্পর্কে বাংলায় লিখিত কোন বই আছে কি? মেহেরবানি করে জানাবেন । জাঝাকাল্লাহ খাইর।

উত্তর

ইসলাম দাস-প্রথা সমর্থন করে না। তবে সে সময় দাস প্রথার ব্যপকতা থাকার কারণে ইসলাম পুরোপুরিভাবে এটা নিষিদ্ধ করে নি। কিন্তু দাস আজাদ তথা স্বাধীন করার জন্য বিভিন্নভাবে উৎসাহিত করেছে। সাহাবাগণ ব্যাপকভাবে দাস তথা গোলাম আজাদ করেছেন। এবং ইসলাম ধর্মে বিভিন্ন পাপের কাফফারা সরূপ গোলাম আজাদ করার নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়ে মুহাম্মাদ কুতুব রাহ. লিখিনত বাংলায় অনুবাদকৃত ভ্রান্তির বেড়াজালে ইসলাম বইটিতে খুবই চমৎকার আলোচনা করা হয়েছে। আপনি অবশ্যই বইটি সংগ্রহ করে পড়বেন।