As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1001

অর্থনৈতিক

প্রকাশকাল: 26 Oct 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমরা গোপনে বিয়ে করেছি প্রায় ৭ বছর। বিয়ের ২ বছর পর মেয়ের বাবা-মা জানলে তারা সম্মতি দেয়। কিন্তু আমার পরিবারে আমার ছোট বোন ছাড়া আজ পর্যন্ত কেউ জানেনা বা আমি জানায়নি। উল্লেখ্য, বিয়ের পরেও আমরা যার যার পরিবারের সাথে থেকে আসছি। সম্প্রতি আমার পরিবার মেয়ের পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমার পরিবার কে বলা সম্ভব না যে আমরা পূর্বে বিয়ে করেছি। এখন নতুন করে বিয়ে পড়া যাবে কি? পূর্বের বিয়ের কি হবে? বিস্তারিত জানালে উপকৃত হবো। আল্লাহ হাফেজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নতুন করে বিয়ে পড়ানো একটি আনুষ্ঠিনিকতা মাত্র। এর কোন কার্যকারিতা নেই। এতে আপনার আগের বিয়ের কোন ক্ষতি হবে না। আপনি চিন্তা করবেন না। নুতন করে আনুষ্ঠানিকতা সম্পন্য করুন। তবে এভাবে পরিবারকে না জানিয়ে বিয়ে করা ঠিক নয়্