As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6635

প্রকাশকাল: 4 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি পেশায় একজন ছাত্র এবং পশাপাশি একজন চাকরিজীবী। আমি গত দেড় বছর যাবত ওয়াসওয়াসা জনিত মানসিক সমস্যায় ভুগছি। যা আমার প্রতিদিনের কাজগুলোকে অনেক কঠিন করে দিচ্ছে এবং অসহনীয় মানসিক যন্ত্রণা দিচ্ছে। একসময় আমি জানতাম না এইগুলো কি ধরনের সমস্যা, এস্তেখারা করার পরে জানতে পারলাম এইগুলো ওয়াসওয়াসা জনিত সমস্যা। তারপর থেকে আমি সেলফ রুকইয়া করে যাচ্ছি। কিন্তু সমস্যা গুলো একেবারে যাচ্ছে না, কিছুদিন কমে আবার বাড়ে। আমি বুঝতে পারছি না আমার আসলে কিভাবে কি করা উচিৎ? আমাকে এর প্রতিকার জানিয়ে এই অসহনীয় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করুন!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ওয়াসওয়াসাকে কোন পাত্তা না দেয়ায় এই সমস্যার সবেচেয়ে বড় সমাধাণ। কাজগুলো যথাযথ করবেন, ওয়াসওয়াসা আসলে সে কোন ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহর কাছে দুআ করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।