আস-সালামু আলাইকুম, প্রিয় শায়েখ আমাকে একটি বিতর্কিত বিষয়ে সমাধান দিলে উপকৃত হবো। বিষয় হচ্ছে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এখানে অনেক লোকজন ধানের উপর টাকা লাগায়, বিস্তারিত বলতে আষাঢ় শ্রাবণ মাসে ১লাখ টাকার বিনিময়ে পরবর্তী বৈশাখে ১লাক টাকা এবং ২০মন ধান রিটার্ন করে।এই টাকা এবং ধান হালাল করার জন্য ৫০০টাকা কর্তন বাবদ রিটার্ন করে। এটাকি হালাল হবে?