As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6631

প্রকাশকাল: 4 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, প্রিয় শায়েখ আমাকে একটি বিতর্কিত বিষয়ে সমাধান দিলে উপকৃত হবো। বিষয় হচ্ছে আমার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এখানে অনেক লোকজন ধানের উপর টাকা লাগায়, বিস্তারিত বলতে আষাঢ় শ্রাবণ মাসে ১লাখ টাকার বিনিময়ে পরবর্তী বৈশাখে ১লাক টাকা এবং ২০মন ধান রিটার্ন করে।এই টাকা এবং ধান হালাল করার জন্য ৫০০টাকা কর্তন বাবদ রিটার্ন করে। এটাকি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ২০ মন ধাণের দাম কিছুতেই ৫০০ টাকা হতে পারে না। সুতরাং এই ধরণের লেনদেন জায়েজ হতে পারে না। এটা মূলত সুদ। একটু অবৈধ কৌশল করে সুদ বাঁচার ব্যার্থ উপায়। ঋনের বিপরীতে কোন অতিরিক্ত সুবিধা নেয়া যবে না। ধান যদি নিতেই হয়, ধানের ন্যায্য মূল্য দিয়ে নিতে হবে। অন্তত যুক্তিযুক্ত একটা মূল্য অবশ্যই নির্ধারণ করতে হবে।