আস-সালামু আলাইকুম। আমি এক সুদি ব্যাংকে অনেক দিন চাকরি করেছি। প্রায় ১৪ বছর। কিছুদিন আগে চাকরি টা আমি ছেড়ে দিয়েছি পরিপূর্ণ ভাবে ইসলামের পথে আসার জন্য। আমি হালাল উপায়ে উপার্জন করতে চাই। বেশ কিছু টাকা আমার প্রভিডেন্ট ফান্ডে জমা আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এই টাকা ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারবো? এটা কি আমার জন্য জায়েয হবে? উল্লেখ্য, আমার আর কোন আলাদা ফান্ড নাই।