As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6646

কুরআন

প্রকাশকাল: 10 Jan 2024

প্রশ্ন

আস-সালমু আলাইকুম শায়খ, QRF foundation এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোঃ মতিউর রহমান উনি কতটুকু নির্ভরযোগ্য ওনার কাছ থেকে কি কোন দ্বীনী জ্ঞান বা কোরআন শিক্ষা নেওয়া যাবে। ইদানীং তিনি তাফসীর বয়ান করতেছেন। তার তাফসীর কতটুকু নির্ভরযোগ্য এ সম্পর্কে জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পথভ্রষ্ট “আহলে কুরআন” নামক  সম্প্রদায়ের একটি প্রতিষ্ঠান হলো QRF foundation । এর প্রতিষ্ঠাতা এবং এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কারো থেকে দ্বীনী জ্ঞান বা কোরআন-হাদীস শিক্ষা নেওয়া যাবে না। তাদরে কোন বক্তব্যও সাধারণ মানুষ শুনবে না। তাদের সাথে সাধারণ সম্পর্কও রাখবে না, যাতে কোন ভাবে তাদের ফাঁদে না পড়ে।