As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6641

প্রকাশকাল: 8 Jan 2024

প্রশ্ন

হায়েয অবস্থায় বীর্যপাত না করে সাহবাস করলে সেটা কি জায়েজ? যদি না জায়েজ হয় তাহলে সে জন্য কি কাফফারা দিতে হবে?

উত্তর

না, জায়েজ না। যদি কেউ এমন করে তাহলে তাকে তওবা করতে হবে এই গুনাহের কারণে। এছাড়া কোন কাফফারা দিতে হবে না।