As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6638

প্রকাশকাল: 8 Jan 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন সেনাসদস্য। আমাদের বিয়ে হয়েছে প্রায় ২ বছর যাবত।আমাদের ৭ মাসের কন্যা সন্তান আছে।আমার স্ত্রী অসুস্থ, ডাক্তার অনেক পরিক্ষা করে কিছুই ধরতে পারে না। দিনদিন অনেক শুকিয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রী কে নামাজ পরতে বললে সে নানা অজুহাত দেয়।আমি প্রায় প্রতিদিন স্বপ্নে দেখি কাউকে জিন ধরেছে কাউকে জাদু করা হয়েছে। আমি এখন কি করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায না পড়লে তোন কোন কিছুরই সমাধান হবে না। যদি জ্বীন-যাদুর কোন সমস্যা হয়ে থাকে তাহলে নিয়মিত অবশ্যই নামায পড়তে হবে। এবং নামাযের পর যে দুআ পড়ার কথা হাদীসে আছে সেগুলো পড়তে হবে। বিশেষ করে জ্বীন-যাদু-শয়তানের থেকে বেঁচে থাকার জন্য যে সব দুআ আছে সেগুলো পাঠ করতে হবে। নিয়মতি নামায ও দুআ পাঠ করলে ইনশাআল্লাহ এ জাতীয় সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।