As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6630

প্রকাশকাল: 3 Jan 2024

প্রশ্ন

আমার দুইটি প্রশ্ন।
১. মৃত ব্যাক্তিকে গোসল দেওয়ার পর কি নিজে ( যিনি লাশ গোসল দিয়েছেন) গোসল করতে হবে।
২. আমার স্টুডেন্ট লাইফে একটা রোজা ভেঙেছিলাম। (তখন আমি ইসলাম চর্চাতে উদাসিনী ছিলাম। এখন চেষ্টা করি ইসলাম চর্চা করার। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করেন।)

আমি এই রোজার কাপ্পারা কিভাবে করবো। শুনেছি টানা ৬০ টা রোজা রাখতে হবে। আমি পারব ইংশাআল্লাহ্ কিন্তু রোজার মাঝে যদি পিরিয়ড হয় তাহলে কি আমার কাফফারা আদায় হবে না?

উত্তর

১। মৃত ব্যক্তিকে গোসল করানোর কারণে যিনি গোসল করবেন তার উপর গোসল আবশ্যক না। তবে সুন্নাত। عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مَنْ غَسَّلَ مَيِّتًا فَلْيَغْتَسِلْ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,  যে ব্যক্তি মৃতকে গোসল দিলো, সে যেন গোসল করে। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং ১৪৬৩। ২। রোজা রাখার পর ইচ্ছাকৃত যদি নষ্ট করেন তাহলে ৬০ টি রোজা রাখতে হবে। পিরিয়ডের দিনগুলো বাদ দিয়ে পরপর রাখতে হবে।