As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6589

সালাত

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

হায়েজ এর পরে কখন থেকে নামাজ শুরু করবো?

উত্তর

নামাযের যে ওয়াক্তের সময়  রক্ত বন্ধ হয়ে যাবে, গোসল করে ঐ ওয়াক্তের নামায পড়বেন। এরপর স্বাভাবিক নিয়মে ওয়াক্ত অনুযায়ী নামায পড়বেন। যেমন, যোহরের ওয়াক্তের মধ্যে হায়েজ থেকে পবিত্র হলে গোসল করে যোহরের নামায পড়তে হবে। এরপর যথানিয়মে পরের নামায পড়তে হবে।