As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6579

দাওয়াত ও তাবলিগ

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। বাংলাদেশে যত গুলো ইসলামি রাজনৈতিক দল আছে, তার যে কোনো একটি দলের সাথে যোগদান করা কি বৈধ? কুরান ও হাদিসের আলোকে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী দল বা ইসলামী রাজনীতি দীনি দাওয়াতের একটি অংশ। সুতরাং এটা ইসলাম সম্মত। বর্তমানে সমাজে যারা ইসলামী মূল্যবোধের প্রসার ও প্রতিষ্ঠা চান না, তারা রাজনীতিকে ব্যবহার করে ইসলামী মূল্যবোধের বিকাশ রোধ করেন। এ কারণে ইসলামের বিরুদ্ধে সকল প্রচেষ্টার মুকাবিলা করাও আমাদের নৈতিক দায়িত্ব। তবে যারা মানুষের মনগড়া আইন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি সে সব দলে যোগ দেয়া যাবে না।বিস্তারিত জানতে দেখুন, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত এহইয়াউস সুনান বইয়ের ৪৬৬ পৃষ্ঠ থেকে ৪৭৭ পৃষ্ঠা।