আস-সালামু আলাইকুম হুজুর। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আমার স্ত্রী কে নিয়ে কর্মসূত্রে নিজ বাসা থেকে দূরে থাকি। এখন, আমার মা চায় আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে তার সাথে ১০-১৫ দিন থাকুক। কিন্তু আমার স্ত্রী কোন ভাবেই আমাকে ছাড়া শ্বশুর বাড়ি থাকতে চায় না। আমার স্ত্রীর কথা হলো আমাকে সহ প্রয়োজনে ১ মাস থাকবে। কিন্তু আমাকে ছাড়া ১ দিনো শ্বশুরবাড়ি একা থাকবে না।(বিয়ের পর আমার স্ত্রীকে ১৬ দিন একা আমার বাসায় রেখেছিলাম, তখন আমার মা তাকে মানসিক আঘাত বা কস্ট দিয়েছিলো, যেটা আমি আমার স্ত্রীর কাছ থেকে পড়ে জানতে পেরেছি)।
এখন আমার স্ত্রী যেহেতু একা শ্বশুড়বাড়ি আমার মায়ের সাথে থাকতে চায় না, এজন্য আমার মা আবার কস্ট পায়। সে অভিশাপ দেয়। ও আমাকে এই জন্য তিরস্কার করে যে আমি কেনো জোড় করে আমার স্ত্রীকে রেখে আসি না। এখন হুজুর আমার কি করনীয়? আমি কি মায়ের কথা শুনব নাকি স্ত্রীর চাওয়াকে গুরুত্ব দিব?