As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6529

পবিত্রতা

প্রকাশকাল: 18 Dec 2023

প্রশ্ন

দাঁতে কোন খাবার আটকে থাকলে কি ওজু হবে? আমি ফরজ গোসল করার পর বুঝতে পারি আমার দাঁতে মাংসের অংশ আটকিয়ে ছিল, আমার গোসল কি হয়ে যাবে?

উত্তর

জ্বী, দাঁতে খাবার আটকে থাকলে ওযু-গোসল শুদ্ধ হবে। দাঁতে মাংস আটকে থাকলেও আপনার গোসল পরিপূর্ণ হয়েছে।