As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6506

বিবাহ-তালাক

প্রকাশকাল: 22 Nov 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বাবা দ্বীনদার না তিনি আমার বিবাহের জন্যে মেয়ে দেখছেন এবং তাকে আমি দ্বীনদার মেয়ের তথ্য দিলে তিনি তার ছবি চান কোনো দ্বীনদার মেয়ে তো তার ছবি দিবে না এক্ষেত্রে কি করণীয়? কিভাবে কি করবো?

বি:দ্র: আমার মা নেই।  আমার মা মারা গেছেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনার বিষয়টি সহজ করে দিন। আপনি বাবাকে বলবেন যে, আপনি ধার্মিক মেয়ে বিয়ে করতে চান আর তারা ছবি দেয় না। ছবি দেয়া শরীয়াহ সম্মত না। বিবাহের আগে বিবাহইচ্ছুক ছেলে ছাড়া কারো জন্য সেই মেয়েকে দেখা জায়েজ নেই। তার ছবি দেখাও যাবে না। ধৈর্যের সাথে অপেক্ষা করুন, দুআ করতে থাকুন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।