আমার ছোট মেয়ের আকীকা হয়েছে কোরবানির গরুর সাথে। আকীকা কি শুদ্ধ হয়েছে? এছাড়া আমার বড় মেয়ের সময় আমার হাসব্যান্ড এতিম খানায় টাকা দিয়ে এসেছিল এবং এতিমখানার কর্তৃপক্ষকে বলেছিল ছাগল কিনে আকীকা দিয়ে সেই গোশত বাচ্চাদের খাওয়াতে। আমার প্রশ্ন এতিম খানার কর্তৃপক্ষ যদি ছাগল না কেনে তবে কি বাচ্চার আকীকা হবে? আমি তো নিশ্চিত না যে ছাগল টা আসলেই কেনা হয়েছিল নাকি?