ছেলের আকিকা করবো, কিন্তু ছেলের বাবা-মা, দাদা দাদির আকিকা করা হয়নি। এক্ষেত্রে কি উনাদের আকিকা আগে অথবা একত্রে করতে হবে? না কি শুধু ওই ছেলের একারে আকিকা দিলেই পরিপুর্ণ হবে?
উত্তর
ছেলের আক্বীকা সঠিক হওয়াটা বাপ-দাদা বা অন্য কারো আক্কীক দেওয়ার উপর নির্ভর করে না। বাপ-দাদাদের আক্বীকার সাথে ছেলের আক্বীকার কোন সম্পর্ক নেই। তাদের আক্বীকা না দিলেও ছেলের আকীকা সহীহ হবে। জন্মের ৭ম দিনে আক্বীকা করা সুন্নাত।