আস-সালামু আলাইকুম…আমি আমার এক আত্মীয়ের বাসায় কিছু দিনের জন্য গিয়ে ওখানে নিকাব পরেই থাকছিলাম যেহেতু সেখানে আমার গায়রে মাহরাম উপস্থিত ছিলেন। গায়রে মাহরামদের সাথেও কম কথা বলছিলাম (নিকাব পরেই)। আমাকে তখন বলা হয়েছে যে, কুরআনে হিজাব পরতে বলা হয়েছে, কোনো পরপুরুষের সাথে সে আকর্ষিত হয় এরকম কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে এবং এরকম করে হিজাব পরে প্রায় সব কাজই করা যায়।তাই এভাবে নিকাব পরে থাকাটা বাড়াবাড়ি। আমি কি তাহলে ভুল করে বাড়াবাড়ি করে ফেলেছি? আর এর জন্য কি আমি গুনাহগার হবো?