আমি সপরিবারে বিদেশে থাকি। বাবা মা পরলোকগত। দেশে থাকার মতো বাড়িঘর নেই। তাই ৭ বছর যাবত দেশে আসা হয়নি। IBBL ও Al Arafa ব্যাংকে বেশ কিছু ফিক্সড ডিপোজিট আছে। জাকাত পরিশোধের মতো নগদ টাকা হাতে নেই। এবং ব্যাংক দেউলিয়া হবার সম্ভাবনাও আছে। তাই আমার গচ্ছিত টাকা তুলতে পারব কিনা জানি না। তাই প্রতি বছর জাকাত হিসাব করে রাখছি দেশে আসতে পারলেই ব্যাংক থেকে তুলে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি মারা গেলে স্ত্রী সন্তানদের অসিয়ত করে রেখেছি দিয়ে দেবার জন্য। জাকাতের হিসাবও তাদের জানিয়ে রাখছি। এখন প্রশ্ন হলো আমার ব্যাংকে রক্ষিত মোট টাকার সাথে বিগত বছরের জাকাতের টাকাও জমা আছে। এখন আমি কি এ বছর শুধু আমার টাকার জাকাত হিসাব করব? নাকি অপরিশোধিত জাকাতের টাকাসহ মোট টাকার ওপর জাকাত হিসাব করব? জাজাকাল্লাহু খাইরান।