আস-সালামু আলাইকুম। সম্প্রতি আমি ত্বকের সমস্যার কারণে হোমিওপ্যাথী ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার সাহেব আমাকে একটি কিছু তরল ঔষধ দেন। এর মধ্যে একটি বোতলে দেখতে পাই লেখা রয়েছে- এলকোহল ৯০%। আমি এ বিষয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বললে তিনি জানান, হোমিওপ্যাথীর প্রায় ঔষধই এলকোহল নির্ভর। এতে কোনো সমস্যা হবে না। তদুপরি, এ ব্যাপারে ইসলামে শরীয়াহ কী বলে তা জানার জন্য আপনাদের কাছে প্রশ্ন করছি। হোমিওপ্যাথি চিকিৎসার জন্য এলকোহল সম্পন্ন ঔষধ সেবন করা যাবে কিনা তা দয়া করে জানালে উপকৃত হবো।