As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6363

সালাত

প্রকাশকাল: 2 Jul 2023

প্রশ্ন

একা একা নামাজ পড়লে ফরজ নামাযে কি তাকবির উচ্চস্বরে দেয়া লাগবে (ফজর, মাগরিব, এশা)?

উত্তর

একা একা ফরজ নামায পড়লে উচ্চস্বরে তাকবীর দেয়া আবশ্যক নয়। উচ্চস্বরে তাকবীর দিলেও হবে, না দিলেও হবে।