As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6336

যাকাত

প্রকাশকাল: 5 Jun 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। এক ভাই খুব ভালো বেতনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ জব করে। উনার স্যালারি টাকা দিয়ে উনি ৪সন্তান ও স্ত্রী নিয়ে আলাদা থাকে। উনি এবং উনার স্ত্রী বিভিন্ন কারণে ব্যাংক থেকে অনেক সময় অনেক টাকা লোন নেয়। যেমন: স্ত্রীর গ্রামের বাড়িতে ফিশারিং, গহনা। স্বামীর মোটরসাইকেল, কম্পিউটার, স্মার্ট টিভি, মোবাইল সহ অফিসের বিভিন্ন ইলেকশন এ বন্ধুদের হেল্প করে ইত্যাদি। সেই ভাই তার মাতাপিতাকে আর্থিক মানসিকভাবে সহায়তা তো দূরে থাক বরং প্রেসারক্রিয়েট করে উনাকে উল্টা বাড়ি বিক্রি করে বাবা যেন টাকা দেয়। যখনোই ব্যাংক থেকে চাপ আসে তখনই, বর্তমানে ওয়ারেন্ট বেরিয়েছে তার নামে। প্রায় সময় ব্যাংক চাপ দিলে বাবার কাছ থেকে, বোনের থেকে, বন্ধুর থেকে নিয়ে দিতো। আমার প্রশ্ন হলো এই ব্যক্তিকে জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই ব্যক্তিকে যাকাত দেয়ার অর্থ হলো জালেমকে জুলুমে উৎসাহিত করা। তিনি প্রকৃত অভাবী নন। তিনি “উচ্চাভিলাষী আধুনিক ফকির।” তাকে বলতে হবে,তার বদ অভ্যাস পাল্টাতে। তাকে যাকাত দেয়া হলে প্রকৃত অভাবীরা বঞ্চিত হবে। সুতরাং তাকে যাকাত দেয়া যাবে না। ব্যাংকের সাথে এতো লেনদেনের কারণে সে একজন বড় মাপের ফাসেকও। তাকে যে কোন আর্থিক সহায়তা থেকে দূরে থাকতে হবে।